প্রকাশের তারিখঃ 8-মার্চ-2025 ইং
ইং
বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় তামাক চুল্লিতে আগুন দেওয়ার সময় বন্যহাতির আক্রমণে জান্নাত আরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে উপজেলার সুরাজপুর—মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। জান্নাত আরা ওই এলাকার ফজল করিমের স্ত্রী।
সুরাজপুর—মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাড়ির অদূরে তামাক চুল্লিতে লাকড়ি দিয়ে আগুন জ্বালানোর সময় অতর্কিত একটি বন্যহাতি এসে জান্নাত আরাকে পা দিয়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন বলেন, বন্যহাতির আক্রমণে সুরাজপুর ইউনিয়নে এক নারীর মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© ২০২৫, টাইম্স সিলেট। সর্বস্বত্ব সংরক্ষিত।